যদি তুমি থাকো সুন্দরবনে আর হঠাৎ করে চলে আসে ফনি বা আম্ফান এর মত ভয়ানক কোন দুর্যোগ। বা হয়তো তুমি থাকো পুরুলিয়ায়, বহুদূরের স্কুলে যাওয়ার সময় গ্রীষ্মের দাবদাহে পড়লে তুমি। বা হয়ত তোমার বাড়ি মালদায়, হঠাৎ করে আটকে পড়ে গেছো বন্যায়। কিংবা তুমি থাকো দার্জিলিঙে। ধ্বস নেমেছে তোমার গ্রামে, আটকে গেছো তুমি।
এই রকম পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের কারণে যে কোন মুহূর্তে আসতে পারে। তখন তোমার কি মনে পড়বেনা সেই মানুষটার কথা যে দুর্গম গিরি কান্তার-মরু পেরিয়ে ঠিক কি করে জানিনা একটা ঘরে চলে আসে। যখন সব বাদ দিয়ে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন একটা সারভাইভাল টুলকিট তোমার এবং তোমার পরিবারের জীবন বাঁচাতে পারে।
দেখে নেওয়া যাক এরকম পরিস্থিতিতে তোমার কাছে কি কি থাকলে তুমি নিজে তো বাঁচতে পারবেই, অপর কেউও বাঁচাতে পারবে।
প্রথমেই জল, মোটামুটি দিনে একজন মানুষের জন্য তিন থেকে সাড়ে তিন লিটার জল অত্যন্ত প্রয়োজনীয়। কাজেই তিন দিন যদি তুমি কোন ভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে সাহায্য আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এই তিন দিনের জন্য মানুষ পিছু ৯ থেকে ১০ লিটার জল যেন তোমার কাছে থাকে।
এর পর খাবার, এমন খাবার তোমাকে সাথে নিতে হবে যা সহজে খারাপ হয় না আবার যাতে বাঁচিয়ে রাখার জন্য পুষ্টিগুণ যথেষ্ট আছে। চিড়ে, গুড়, ছাতু, বাদাম ইত্যাদি ছাড়াও শুকনো ছোলা জাতীয় খাবার নিয়ে নিতে পারো। ছোট একটা প্লাস্টিকে নুন নিতেও ভুলোনা যেন।
ফাস্ট এইড এর জিনিসপত্র যেমন গজ ব্যান্ডেজ, তুলো অ্যান্টিসেপটিক লোশন জল পরিষ্কার করার ট্যাবলেট জ্বর পেট খারাপের ওষুধ আর ইলেকট্রলের গুঁড়ো সাথে থাকা আবশ্যিক। দুর্যোগের সময় জল ঘটিত বিভিন্ন রোগের সম্ভাবনা বেড়ে যায় কাজেই হ্যান্ড স্যানিটাইজার খাবারের আগে ব্যবহার করা অত্যন্ত জরুরি।
এছাড়াও বড় একটি প্লাস্টিকের ত্রিপল, শক্ত নাইলনের দড়ির গোছা, একটি বড় ছুরি, মোবাইল ফোন এবং চার্জার, মোটা সেলোটেপ সোলার ব্যাটারি, টর্চ রাখা আবশ্যিক।
এরপরে কয়েকটা টুকিটাকি জিনিসের কথা বলব যা দুর্যোগের সময় ও বহাল তবিয়তে তোমায় বাঁচিয়ে রাখতে পারে। এর মধ্যে একটা হল মাছ ধরার কাঁটা, ছোট্ট রেডিও, অঞ্চলের ম্যাপ, কম্পাস, আগুন জ্বালাবার জন্য লাইটার ও তুলো এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য হুইসেল ও একটি ছোট্ট আয়না।
তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেমন জল,টর্চ, খাবার, ছুরি, মোবাইল ইত্যাদি ছাড়া বাকি জিনিসগুলি মধ্যে কোনগুলি তুমি নেবে সেটা নির্ভর করছে তোমার বাড়ির কাছাকাছি কোন ধরনের বিপদের সম্ভাবনা বেশি আছে তার ওপরে। তুমি যদি সুন্দরবনের হও সে ক্ষেত্রে একটি ছোট্ট কাচের বোতলে কার্বলিক অ্যাসিড হয়ত তোমার প্রাণ বাঁচাতে পারে। আবার দার্জিলিংয়ের ধ্বসে আটকে পড়া কারো প্রাণ বাঁচাতে পারে একটি কম্বল বা চকমকি পাথর। বিপদের সময় জলের অভাব হলে জল পরিশুদ্ধ করে খেতে ভুলো না যেন। সেটার জন্য পড়তে পারো এর আগের পর্ব।