আজকে আমরা একটা অত্যন্ত মজার এক্সপেরিমেন্ট এর মাধ্যমে বায়ু দূষণের একটা গুরুত্বপূর্ণ দিক বোঝার চেষ্টা করব। এই এক্সপেরিমেন্টটির জন্য আমাদের লাগবে একটি টি-ব্যাগ, দেশলাই বা লাইটার এবং অবশ্যই বড়দের উপস্থিতি। টি ব্যাগ না পেলে তোমরা পাতলা ফিনফিনে কাগজ দিয়ে ও এই এক্সপেরিমেন্ট করতে পারো।
প্রথমে খুব সাবধানে টি ব্যাগ নিয়ে উপরে লাগানো পিনটি খুলে চা বের করে নাও। তোমরা একটা একটা গোলাকার সিলিন্ডার শেপের কাগজ দেখতে পাবে। এবারে এই সিলিন্ডার শেপের কাগজটিকে লম্বালম্বি শক্ত মেঝের উপরে দাঁড় করিয়ে দাও। তোমরা যারা হাতের কাছে টি-ব্যাগ পাবে না তারা আঠা দিয়ে পাতলা ফিনফিনে কাগজ কে জুড়ে এরকম একটি কাগজের সিলিন্ডার তৈরি করতে পারো।
এইবারে কাগজের সিলিন্ডারটিকে দাঁড় করিয়ে তার ওপরে আগুন ধরিয়ে দাও। অবশ্যই বড়দের উপস্থিতিতে আগুন ধরিও। দেখতে পাবে কাগজের সিলিন্ডারটি আস্তে আস্তে পুড়ছে এবং একেবারে শেষে এসে কাগজ এবং ছাই সুদ্ধ আধপোড়া সিলিন্ডারটি বাতাসে রকেটের মত উপরে উড়ে গেল।
এর সাথে বায়ু দূষণের সম্পর্ক কি? অবাক হচ্ছ তো! সম্পর্ক আছে। আমরা পড়েছিলাম যে সূর্যের তাপে মাটি গরম হয় এবং মাটির কাছাকাছি বাতাস গরম হয়ে ওপরের দিকে উঠে যায়। এখানে কাগজের সিলিন্ডারটিতে আগুন লাগার ফলে আশেপাশের বাতাস গরম হয়ে যায় এবং সেই গরম বাতাস যখন উপরে ওঠে তখন আধপোড়া সিলিন্ডারটি কেও সাথে নিয়ে উপরে উঠে যায়। এই যে গরম হওয়ার উপরে উঠে যাওয়া এই জিনিসটিকে কনভেকশন বলে। উষ্ণতা যত বৃদ্ধি পাবে ততো বাতাস গরম হয়ে বেশি উপরের দিকে উঠে যেতে থাকবে।
গরমকালে, সূর্যের প্রখর রোদে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ফলে বাতাস সাংঘাতিক গরম হয়ে উপরের দিকে উঠে যেতে থাকে এবং তার সাথে সাথে গাড়ি-ঘোড়া কলকারখানা থেকে বেরোনো বায়ুদূষণকারী পদার্থ এবং গ্যাস গুলি কেউ আকাশের ওপরে নিয়ে চলে যায়। ঠিক কতটা উপরে যেতে পারে এই বাতাস? দেখা গেছে গ্রীষ্মকালের ক্ষেত্রে এই উচ্চতা দুপুর বেলাতে দুই থেকে আড়াই কিলোমিটার হতে পারে। কিন্তু শীতকালের ক্ষেত্রে উষ্ণতা কম হওয়ায় এই বাতাস বেশি দূরে উঠতে পারেনা। ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। যে কারণে শীতকালে বায়ু দূষণকারী গ্যাস এবং ধূলিকণা মাটির কাছাকাছি থেকে বাতাসে পলিউশন এর পরিমান অনেকটা বাড়িয়ে দেয়।
পরীক্ষা টা বোঝার জন্য এই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো।