বাচ্চাদের জন্য

বোতলের মধ্যে গোটা পৃথিবী – ক্ষুদে বিজ্ঞানীর পরীক্ষা নিরীক্ষা

কলমে :

সঞ্চারী রায়চৌধুরী, শিবহাটি হাই স্কুলসঞ্চারী রায়চৌধুরী, নবম শ্রেণির ছাত্রী, শিবহাটি হাই স্কুল

 —————————————————————————————————————

আজকে তোমাদের বলবো কিভাবে একটা সহজ,সুন্দর, ছোট্ট মডেলর মাধ্যমে আমরা এই এত্ত বড় পৃথিবীর জলচক্র ঠিকঠাক ভাবে বজায় রাখতে পারি! এই মডেলের ব্যাপারে বলার আগে তোমাদের বলি জলচক্র কি?

যে চক্রাকার পদ্ধতিতে জল মাটি, পুকুর ,নদী, জলাশয় থেকে বাতাসে আবার বাতাস থেকে একই পথে মাটি,পুকুর ,জলাশয়ে চক্রাকারে আবর্তিত হয়,তাকেই বলে জলচক্র। যেমন ধরো- পুকুর,নদী, জলাশয় ইত্যাদির জল সূর্যের তাপ এর সাহায্যে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় উপরে গিয়ে এই জল ছোটো ছোটো জলবিন্দুর ন্যায় অবস্থান করে।এরপর ছোটো ছোটো জলবিন্দু আশেপাশের জলবিন্দুর সাথে মিশে বড় জলবিন্দুতে পরিণত হয়। এইভাবে মেঘ সৃষ্টি হয়।এবং ক্রমে এই মেঘ বৃষ্টি আকারে পৃথিবীতে অর্থাৎ ভূপৃষ্ঠে ঝরে পড়ে।এইভাবে জল মাটি বা জলাশয় থেকে বাতাস আবার বাতাস থেকে মাটি, পুকুর,নদী, জলাশয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে।জলের একইপথে এই চক্রাকার আবর্তন কেই বলে জলচক্র।

আশাকরি, তোমরা জলচক্র ব্যাপারটা বুঝতে পেরেছো।

তাহলে এবার বলি ,এমন কি মডেল বানালে আমরা জলচক্র আমরা বুঝতে পারি?

মডেল টা হলো টেরারিয়াম বাগান!

টেরারিয়াম হলো কয়েকটা নির্দিষ্ট উদ্ভিদের জন্য একটা আবদ্ধ পরিবেশ। এটাকে একটা ছোট-খাটো বাগান বলা যেতে পারে।আবার এটাকে একটা মিনি-গ্রিনহাউস হিসাবেও চিন্তা করা যায়।অর্থাৎ এটা হলো একটা কাঁচ বা প্লাস্টিক এর পাত্রের মধ্যে ছোটো ছোটো, ধীরে ধীরে বর্ধনশীল গাছপালা, শ্যাওলা দিয়ে সজ্জিত একটা বাগান।টেরারিয়াম হলো খানিকটা আ্যকিউরিয়ামএর মতো শুধু এতে মাছের বদলে থাকে গাছপালা। এই টেরারিয়াম বাগানের পাত্রটা কাঁচ বা প্লাস্টিকের হওয়ায় পাত্র টি খুব স্বচ্ছ হয়।

এবার তাহলে তোমাদের চটপট বলে দিই কিভাবে তোমরা এই সহজ টেরারিয়াম বানাবে?এবং এটি বানাতে কি কি উপকরণ লাগবে

উপকরণ:

(1) একটা পরিষ্কার কাঁচ বা প্লাস্টিকের জার।এখানে গ্লাস,ফুলদানি,গোল্ডফিশ রাখার পাত্রও ব্যাবহার করা যেতে পারে।

(2) বিভিন্ন সাইজের পাথর (রঙিন ও রাখতে পারো)

(3) মস,ফার্ন বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এবং ছোট ছোট স্থানীয় উদ্ভিদ।

(4) মাটি।

(5) মাটি রাখার পাত্র।

(6) এছাড়াও ছোট ছোট চীনা মাটির তৈরি সুন্দর কারুকার্য করা জিনিস,রংবেরঙের নুড়ি পাথর ইত্যাদি।(যদি এগুলো তোমরা পছন্দ করো)

এবার কিভাবে এই সহজ ও সুন্দর টেরারিয়াম তোমরা তৈরি করবে তা বলে দিই।

পদ্ধতি:

(1) প্রথমে একটি জারের একদম নীচে অর্থাৎ প্রথম স্তরে নুড়ি পাথর দিয়ে সাজাতে হবে। এগুলি মাটি থেকে জল নিষ্কাশন এ সাহায্য করবে।যাতে গাছের শিকড় গুলি জলাবদ্ধ না হয়।

(2) এরপর 1/2ইঞ্চি পুরু কয়লার আস্তরণ দিতে হবে।

(3) এরপর পাত্রের অর্ধেক টা মাটি পূর্ণ করতে হবে।

(4) তারপর মাটিতে শিকড় পোঁতার জন্য গাছগুলোকে বসিয়ে গর্ত খুঁড়ে নিতে হবে তারপর মাটি থেকে গাছ গুলোকে খুব আলগা ভাবে সরিয়ে নিতে হবে। এবং শিকড় গুলো কে হালকা করে নাড়াচাড়া করতে হবে।

(5) এরপর গাছগুলোকে বসিয়ে দিতে হবে এবং এর দুপাশ দিয়ে দ্বিতীয় মাটির স্তর তৈরি করতে হবে।এবং মাটি টাকে হাত দিয়ে চেপে সমান করতে হবে।

(6) এরপর অল্প পরিমাণে জল এতে দিতে হবে এবং ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে।

(7) অবশেষে এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে সেখানে সরাসরি নয় ,পরোক্ষভাবে সূর্যের আলো এবং তাপ এসে পড়ে।

তোমরা দেখবে, টেরারিয়ামে আলাদা করে আর জল দিতে হবে না। আবদ্ধ পাত্রের মধ্যে জল বাস্পিভুত এবং ঘনীভূত হয়ে জলচক্র নিজে থেকেই বজায় রাখবে। এর জন্যে অবশ্য, পাত্রটিকে একেবারে খুব ভালো ভাবে বন্ধ করতে হবে। ডেভিড লেটিমারের বিখ্যাত টেরারিয়াম ৬০ বছর ধরে বন্ধ এবং তার মধ্যে উদ্ভিদ দিব্বি বেঁচে রয়েছে। মাটিতে থাকা ব্যাকটেরিয়া জৈব বস্তু তথা মরা উদ্ভিদ পচিয়ে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে যা থেকে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে অক্সিজেন এবং খাবার তৈরি করে। একই ভাবে জল এবং অন্যান্য অনুখাদ্য ওই বন্ধ বোতলের মধ্যে বার বার আবর্তিত হয়। এক কথায় ছোট্ট একটা পৃথিবী তৈরি করছ তোমরা।

Leave a Comment