টুকিটাকি

ঝড়ের আগে কান্তি আসে – আর দুটো ঝড়ের মাঝে কেন কেউ আসে না?

ঝড়ের আগে কান্তি আসে - আর দুটো ঝড়ের মাঝে কেন কেউ আসে না?

উত্তরাখণ্ডে গ্লেসিয়াল লেক ভেসে অন্তত ৭০ জনের মৃত্যু দিয়ে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল চলছে সাইক্লোন, লু, বন্যা, খরাতে। বঙ্গ থেকে মধ্য প্রদেশ, মুম্বাই থেকে কেরালা বাদ যায়নি কোন রাজ্য। ২০২১ এর শুধুমাত্র এক্সট্রিম ইভেন্ট এর সালতামামী ব্যাপক বিস্তৃত। একটু একটু করে প্রতি বছর জলবায়ু পরিবর্তন ক্রমশ চোখে ধরা দিচ্ছে। বেশিদিন ত্রান নির্ভর অর্থনীতি বা ঝড়ের আগে প্রস্তুতি দিয়ে সামলানো যাবে না। তৈরি হতে হবে আমাদের, প্রতিরোধী ব্যবস্থা গড়তে হবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে।

ওপরের হেডিং কাউকে আঘাত পৌঁছানোর জন্যে না, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন আমরা কেউ পরের ঝড় টা নিয়ে কথা বলছি না। বলছি না কি ভাবে আরেকটা ঝড় আসলে সামলাবো। সরকারে থাকা এবং না থাকা মানুষজনের কাছে ত্রান একটা বড় বিষয়। এবার ঝড়ের আগে মুখমন্ত্রি রাত জেগেছেন, কাঁধে গামছা দিয়ে ত্রান পৌঁছে দিয়েছেন অনেকেই। কিন্তু ভাবুন, এখন দু বছরে একটা ঝড় হচ্ছে, এরপর কিন্তু বছরে দুটো, তারপর আরও বেশি। শুধু ঝড় না, বাড়বে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ। অবশ্য এগুলোকে এখন আর প্রাকৃতিক দুর্যোগ বললে ভুল বলা হয়, এগুলো মানুষের ২০০ বছরের কার্বন পোড়ানোর ফল।

দুর্যোগ বাড়লে আজ পাড়ার ত্রানে ১০০ টাকা দিতে অসুবিধা হচ্ছে না, কিন্তু প্রতি মাসে দিতে অসুবিধা হবে। তাই ত্রান এর ওপর ভরসা করে থাকা যাবে না। কখন আবার একটা সাইক্লোন আসবে সেটা পড়ে না ভেবে এই দুটো ঝড়ের মাঝে কথা হোক, আলোচনা হোক। বেরিয়ে আসুক জলবায়ু প্রতিরোধী ব্যবস্থা।

 

প্রচ্ছদের ছবি : Chappatte

1 Comment

Leave a Comment