বাচ্চাদের জন্য

নিজস্ব আবহাওয়া দপ্তর বানিয়ে ফেল বাড়িতেই: পর্ব ১

নিজস্ব আবহাওয়া দপ্তর বানিয়ে ফেল বাড়িতেই: পর্ব ১

গরমকালে আমাদের ঘাম দেয় আর শীত কালে ঠোঁট শুকিয়ে ফেটে যায়। প্রথমটা আপেক্ষিক আদ্রতা বেশি হওয়ার কারনে আর পরেরটা কম হওয়ার কারনে। কি এই আপেক্ষিক আদ্রতা? কি ভাবে মাপব একে?

আপেক্ষিক আর্দ্রতা হল বায়ুতে কতটা আদ্রতা আছে এবং বায়ু কতটা আদ্রতা ধরে রাখতে পারে তাদের অনুপাতের শতাংশ। মোদ্দা কথা হল, বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে আপেক্ষিক আদ্রতা বাড়ে আর বায়ুতে জলীয় বাস্প কম হলে আপেক্ষিক আদ্রতা কমে। এটি বিভিন্ন তাপমাত্রায় আলাদা হয় কারণ শীতল বাতাসের চেয়ে উষ্ণ বায়ুর আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বেশি। দুটি থার্মোমিটার ব্যবহার করে আপেক্ষিক আর্দ্রতা নির্ধারণ করা সম্ভব এবং তা তোমরা খুব সহজেই বাড়িতে করতে পারো।

উপকরনঃ

কার্ডবোর্ড এর টুকরো, দুটি সাধারন থার্মোমিটার, সুতির কাপড়, জল, সেলোটেপ

একটি লম্বা শক্ত কার্ডবোর্ডের টুকরো কাটো এবং কার্ডবোর্ডের টুকরোটিতে পাশাপাশি দুটি বাল্ব থার্মোমিটার সেলো টেপের সাহায্যে স্ট্যান্ডের মত করে আটকে দাও। একটি থার্মোমিটারের ঠিক নীচে একটি ছোট জলভরা পাত্র সেলোটেপ দিয়ে আটকে দাও। এবার একটি ভেজা সুতির কাপড় নিয়ে কাপড়টির একপ্রান্ত থার্মোমিটারের চারপাশে মুড়িয়ে দাও এবং অন্য প্রান্ত জল ভরা ছোট পাত্রে ডুবিয়ে রাখুন। এবার এই দুই শুকনো এবং ভেজা বাল্ব থার্মোমিটার রোদে রাখো। রোদে রাখার ১৫ মিনিট পর শুকনো এবং ভেজা থার্মোমিটারে তাপমাত্রার পার্থক্য এবং শুকনো থার্মোমিটারটিতে কত তাপমাত্রা দেখাচ্ছে দেখো। এবার নিচের চার্ট থেকে আপেক্ষিক আদ্রতা বের করে নাও। ধরো, শুকনো থার্মোমিটারে তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং শুকনো এবং ভেজা থার্মোমিটারে তাপমাত্রার পার্থক্য ৭ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে বাতাসের আপেক্ষিক আদ্রতা হল ৪৯%। মোটামুটি ৭৫% এর ওপর আপেক্ষিক আদ্রতা হলে আমরা ঘামতে থাকি এবং সাংঘাতিক গরমে সাধারনত বাংলায় ৯০% বা তার আসে পাশে আদ্রতা থাকে যা শরীর থেকে জল এবং গুরুত্বপূর্ণ লবন বার করে নেয়।

কিভাবে কাজ করে এই দুটি থার্মোমিটার? ভেজা থার্মোমিটার থেকে জল বাস্পিভুত হওয়ার সাথে সাথে ওই থার্মোমিটারের তাপমাত্রাও কমতে থাকবে। বাতাসে যত বেশি আদ্রতা থাকবে তত কম বাষ্পীভবন হবে। আর দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্যও কম থাকবে। বাড়ির ভেতর আর বাইরের আপেক্ষিক আদ্রতা কেমন? কোথায় বেশি কোথায় কম? দিনের কোন সময় আপেক্ষিক আদ্রতা বেশি কোন সময় কম? আমাদের জানাতে ভুলো না বন্ধুরা।

Leave a Comment