টুলকিট

অতীতের ম্যাপ থেকে পরিবেশ পরিবর্তন চিহ্নিত করুন

অতীতের ম্যাপ থেকে পরিবেশ পরিবর্তন চিহ্নিত করুন

পরিবেশ কর্মীদের জন্য টুলবক্সের তৃতীয় পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ মেকিং টুলস সম্পর্কে জানবো এবং সেখান থেকে আমরা পরিবেশের কাজে কি কিভাবে তাকে লাগাতে পারি সেটাও দেখব।

এই টুলটি হলো গুগল আর্থ প্রো যা আপনি নিচের লিংক থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

https://www.google.com/earth/versions/

গুগল আর্থ প্রো এর মধ্যে বেশ কিছু ফিচার আছে যেগুলি আপনি অনলাইনে গুগল ম্যাপ থেকে পাবেন না। ১৯৮৪ সালের ছবি এবং এখনের ছবি থেকে আপনি বিভিন্ন এলাকার কি রকম পরিবর্তন হয়েছে তা সম্পর্কে সম্যক ধারণা পেতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ১৯৮৪ সালের ছবির রেজোলিউশন সেই অর্থে ভালো না কিন্তু একটি বিশাল অঞ্চলের পরিবর্তন কেমন হয়েছে সেটি বোঝার জন্য যথেষ্ট। মোটামুটি ২০০০ সালের পর থেকে  অত্যন্ত ভালো রেজুলেশনের স্যাটেলাইট ছবি আমরা গুগলের থেকে পাব।

গুগোল আর্থ প্রো ইনস্টল করার পরে ওপরের টুল বারে আপনি Show Historical Imagery অপশনটি পাবেন। সেটিই ক্লিক করলেই আপনি একটি বার মত পাবেন যেখানে বিভিন্ন সালের চিত্র স্লাইড করে করে আপনি দেখতে পারেন। নিচে আমরা অতীত এবং বর্তমানের দীঘা, হাতিরঝিল এবং ইস্ট কলকাতা ওয়েটলান্ড কেমন ছিল তা দেখানোর চেষ্টা করেছি। ঠিক করে লেখলে পরিষ্কার বোঝা যাবে এই সমস্ত অঞ্চলে কতটা সাংঘাতিক পরিবর্তন হয়েছে শেষ ৪০ বছরে। এইভাবে আপনি অনায়াসে আপনার বাড়ির আশেপাশের এলাকার ছোট নদী বা পুকুর বা জলাভূমি অথবা আপনার শহর শেষ কুড়ি বছরে কতটা পাল্টেছে সেটি অনায়াসে বুঝতে পারবেন। এমনকি জঙ্গল কাটা বা পুকুর বোঝানোর মত ঘটনাও অনায়াসে এখান থেকে আপনি পেতে পারেন।

Google Earth

এর সাথে সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ টুল এই সফটওয়্যারটিতে আছে। যেমন যদি আপনি কোন অঞ্চলের জায়গার মাপ করতে চান অথবা দেখতে চান এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্ব কতটা, এক্ষেত্রে রুলার বলে একটি অপশন পাবেন যেখান থেকে আপনি দূরত্ব এবং এলাকার পরিমাপ করতে পারবেন।

অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য বা সাইকেল আরোহীদের জন্য তারা ম্যাপ ক্রিয়েট করতে পারে এখানে চা অপর সাইকেল আরোহীদের কোন একটি বিশেষ রূটকে চিনতে এবং সেখানে যেতে সাহায্য করবে। একই সাথে কোন অঞ্চলের এলিভেশন প্রোফাইল বা কতটা উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে সেই তথ্য এই ম্যাপের সাহায্যে আপনারা পেতে পারেন।

কোন অঞ্চলের পরিবেশের পরিবর্তন কেমন হয়েছে, জঙ্গল কাটা হয়েছে কিনা বা পুকুর বোঝানো হয়েছে কিনা বা বাধ দেওয়ার ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের ম্যাপ এবং পুরনো ম্যাপের মধ্যে। আশা করব পরিবেশ কর্মীরা এই ম্যাপের সাহায্যে তাদের আশে পাশের অঞ্চল এর শেষ ৪০ বছরে কি রকম পরিবর্তন হয়েছে তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment