প্রতিবেদন

গ্রীনহাউস গ্যাসের উৎস কি কি? কোন দেশই বা বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তনকে?

গ্রীনহাউস গ্যাসের উৎস কি কি? কোন দেশই বা বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তনকে?

এর আগের লেখায় আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনের মূল কারণ গুলির মধ্যে বাতাসে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া সবথেকে প্রধান কারণ। আজকে আমরা দেখবো বিভিন্ন গ্রীন হাউস গ্যাস গুলি কোন কোন উৎস থেকে বেরোয় এবং কোন দেশের সবথেকে বড় উৎপাদক।

আইপিসিসি ২০১৪ এর রিপোর্ট অনুযায়ী গ্রীন হাউজ গ্যাস গুলির মধ্যে সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয় কার্বন-ডাই-অক্সাইড (৭৬%)। কার্বন ডাই অক্সাইডের বেশিরভাগ অংশই (৬৫%) জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল ইত্যাদি) এবং কলকারখানা থেকে উৎপাদিত হয়। বাকি ১১% শান্ত কার্বন-ডাই-অক্সাইড মানুষের কারণে জঙ্গল কেটে কৃষিজমি বানানো, বৃক্ষনিধন এবং মাটির ক্ষয়ের ফলে হয়। এর পরেই আছে মিথেন এবং নাইট্রাস অক্সাইড যাদের পরিমাণ যথাক্রমে ১৬ শতাংশ এবং ৬%। বিভিন্ন ফ্লোরিনেটেড গ্যাস, যারা ওজোন হোল সৃষ্টি করতে সাহায্য করে তাদের পরিমাণ ক্রমশ কমতে কমতে মাত্র ২% তে দাঁড়িয়েছে।

এইবারে আমরা চলে আসি এই গ্রিন হাউস গ্যাস গুলি কোন কোন অর্থনৈতিক সেক্টর থেকে নির্গত হয় সেই হিসেবে। ইলেকট্রিসিটি এবং তাপ শক্তি উৎপাদন (২৫%) আর চাষাবাদ, পশুপালন, বৃক্ষ নিধন (২৪%) একত্রে প্রায় ৫০ শতাংশের কাছাকাছি  গ্রীন হাউজ গ্যাস উৎপাদন করে। বিভিন্ন কল-কারখানা থেকে আরো ২১ শতাংশ এবং গাড়ি ঘোড়া থেকে আরও ১৪ শতাংশ গ্রীন হাউজ গ্যাস উৎপাদিত হয়। শীতকালে বাড়ির তাপমাত্রা বাড়াতে অথবা রান্নাবান্নার কারণে জ্বালানি হিসেবে আরো ৬% গ্রীন হাউজ গ্যাস উৎপাদিত হয়।

দেশ গুলির মধ্যে সর্বাধিক গ্রীন হাউজ গ্যাস উৎপাদনকারী দেশ হল চীন (৩০%), তার পরেই আসে মার্কিন যুক্তরাষ্ট্র (১৫%), ইউরোপ (৯%), ভারত (৭%), রাশিয়া (৫%) এবং জাপান (৪%)। মাত্র এই ছয়টি দেশ মিলে বিশ্বের ৭০% গ্রীন হাউজ গ্যাস উৎপাদন করে। তবে যদি শিল্প বিপ্লবের সময় থেকে আজ অব্দি ধরা যায়, সে ক্ষেত্রে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র (২৫%) এবং ইউরোপ (২২%) মিলিতভাবে প্রায় অর্ধেক গ্রীন হাউজ গ্যাস উৎপাদন করেছে।

গ্রিনহাউস গ্যাসের উৎসের এই প্রতিবেদন আমরা শেষ করবো বিশ্বের বিভিন্ন দেশের একেক জন মানুষ গড়ে কতখানি করে গ্রীন হাউজ গ্যাস উৎপাদন করে। সেই হিসেব করতে গেলে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ পিছু গ্রীন হাউস গ্যাসের উৎপাদন সর্বাধিক। তারপরেই আছে রাশিয়া, জাপান, ইউরোপ এবং চীন। ভারতবর্ষের জনসংখ্যার কারণে মানুষ পিছু গ্রীন হাউজ গ্যাস উৎপাদনের পরিমাণ বেশ কম, সারা পৃথিবীর মানুষ পিছু গ্রীন হাউজ গ্যাস উৎপাদনের পরিমানের প্রায় অর্ধেক।

Leave a Comment