চাষবাস

শূন্য টাকায় চাষবাস পর্ব ২: জৈব কীটনাশক বানাবার পদ্ধতি

শূন্য টাকায় চাষবাস পর্ব ২ জৈব কীটনাশক বানাবার পদ্ধতি

গতকাল আমরা জিরো বাজেট ফার্মিং এর কথা নিয়ে প্রথম পর্বে জৈব সার বানাবার টেকনিক শিখেছিলাম। আজকের পর্বে আমরা তিনটি জৈব কীটনাশক বানাবার পদ্ধতি শিখব।

অগ্নিয়াস্ত্র:

এই পদ্ধতিতে ১০ লিটার গোমূত্র নিয়ে তাতে ১ কিলোগ্রাম তামাক পাতা ৫০০ গ্রাম করে সবুজ লঙ্কা এবং রসুন থেঁতো করে মেশাতে হবে। এরপরে মিশ্রণটিতে ৫ কেজি পরিমাণ নিমপাতা দিয়ে ভালো করে পাঁচবার ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে পাতলা কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁচে নিয়ে ২৪ ঘন্টার ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। এই মিশ্রন মাজরা পোকার আক্রমণ থেকে বাঁচাবার জন্য স্প্রে করে ব্যবহার করা হয়।

এই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখুন 

ব্রম্ভাস্ত্র:

এই কীটনাশকটি বানানোর জন্য ১০লিটার গোমূত্রের সাথে তিন কেজি নিমের পাতা বাটা, ২ কেজি করে আতা পাতা, পেয়ারা পাতা, পুটুস পাতা এবং ধুতরা পাতা বেটে মেশাতে হবে। মিশ্রনটিকে ভালোভাবে পাঁচবার ফুটিয়ে নিন। ফোটানো হয়ে গেলে পাতলা কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁচে নিয়ে ২৪ ঘন্টার ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। দুই ভাগ এই মিশ্রণটি সাথে ৯৮ ভাগ জল মিশিয়ে মাঠে স্প্রে করতে হবে। সাকিং পেস্ট বা চুষে খায় এরকম পোকার আক্রমণ থেকে বাঁচতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা যায়।

এই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখুন

নিমাস্ত্র:

নিমা স্ত্র বানানোর জন্য ১০০ লিটার জল নিয়ে তাতে ৫ লিটার গোমূত্র এবং ৫ কেজি গোবর মেশাতে হবে। এবার তাতে ৫ কেজি নিমপাতা বেটে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো মিশ্রনটিকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রেখে মাঝেমধ্যে লাঠি দিয়ে নাড়িয়ে দিতে হবে। এরপরে মিশ্রনটিকে একটি পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়ে মাঠে সরাসরি ব্যবহার করতে হবে।

এই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখুন 

এবারে আসুন দেখেনি কোন পোকার জন্য কোন কীটনাশকটি ব্যবহার করতে হবে।

অগ্নিয়াস্ত্র:

ব্রম্ভাস্ত্র:

নিমাস্ত্র:

Leave a Comment