পরিষ্কার জল এবং পরিষ্কার বৃষ্টির জলের মধ্যে এক বড়সড় ফারাক লুকিয়ে আছে। এই ফারাক আসলে pH স্কেলে। pH স্কেল হল কোন দ্রবনের অম্লত্ব বা ক্ষারত্ব বোঝার উপায়। যদি দ্রবণটির pH ৭ এর বেশি হয় তাহলে তা ক্ষার এবং যদি ৭ এর কম হয় তাহলে তা অ্যাসিড বলে ধরা হয়। পরিষ্কার জলের pH ৭.০ হয় এবং ৭.০ কে নিউট্রাল বলে ধরা হয়, অর্থাৎ না ক্ষার না অ্যাসিড। কিন্তু বৃষ্টির জলের ক্ষেত্রে, নিউট্রাল pH হিসেবে ধরা হয় ৫.৬ কে। অর্থাৎ অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টির pH ৫.৬ এর নিচে থাকে। কিন্তু বৃষ্টির সময় কি এমন হয় যাতে ৫.৬ কে নিউট্রাল pH ধরা হয়?
বাতাসে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারনে এরকম হয়ে থাকে। কার্বন ডাই অক্সাইড গ্যাসটি খুবই দ্রুত গতিতে বৃষ্টির জলের সাথে মিশে যায় এবং কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড এর কারনেই বৃষ্টির জলের নিউট্রাল pH, ৭ না হয়ে ৫.৬ হয়। বর্তমানে পরিবেশ দূষণের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমান ক্রমেই বাড়ছে এবং সেই কারনে বৃষ্টির জলের নিউট্রাল pH এর মান অদূর ভবিষ্যতে কমার সম্ভাবনা রয়েছে। এর সাথে কলকারখানা বা গাড়ির ধোঁয়া থেকে নিঃসৃত নাইট্রোজেন ডাই অক্সাইড বা সালফার ডাই অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে জলের pH আরও কমিয়ে দেয়। যাইহোক তারমানে পরিষ্কার বৃষ্টি আসলে কিন্তু অ্যাসিড বৃষ্টিই কারন এর pH ৭ এর থেকে অনেকটাই কম হয়।
ছবিঃ gomerblog.com
আমাদের যত সম্ভব তত বাতাস কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।