চাষবাস

চাষ এবং চাষির যন্ত্র বানাচ্ছেন আইআইটি এর প্রাক্তনি

চাষ এবং চাষির যন্ত্র বানাচ্ছেন আইআইটি এর প্রাক্তনি

সালটা ছিল ১৯৭২। সদ্য খড়গপুর আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে বেরোনো তরুণ মনোজ কুমার ভট্টাচার্যের স্বপ্ন ছিল একেবারে নিজস্ব টেকনোলজি ব্যবহার করে টু স্ট্রোক আই সি ইঞ্জিন তৈরি করা। সেই লক্ষ্যে খড়্গপুরের প্রেম বাজারে এক বন্ধ হয়ে যাওয়া বেকারির কারখানায় তিনি ফ্লাই হুইল নামের এক যন্ত্রাংশ তৈরি করতে শুরু করেন যা বিদেশ থেকে সেই সময় আমদানি বন্ধ ছিল। তারপরে কেটে গিয়েছে প্রায় পাঁচ দশক এবং মনোজ বাবুর হাত ধরে তৈরি হওয়া প্রিমিয়ার ম্যাগনিটোস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাধিক গ্রামে চাষীদের চাষবাস এবং জীবনযাত্রার বিভিন্ন যন্ত্র সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করে চলেছে।

সত্তর এবং আশির দশকে জেলাজুড়ে চলা দুর্ভিক্ষ এবং বিপুল সংখ্যক মানুষের দেশান্তরে যাওয়ার ঘটনা মনোজ বাবুকে ভাবিয়ে তোলে। বিকল্প কর্মসংস্থানের জন্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সুস্থায়ী উন্নয়নের তাগিদে মনোজ বাবু কারখানায় তৈরি হতে থাকে একের পর এক অভিনব যন্ত্র যা মানুষের জীবন এবং জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আইআইটির প্রাক্তনী মনোজ বাবু বুঝেছিলেন এমন সাধারণ যন্ত্র বানাতে হবে যা চালাতে বিশেষ শিক্ষার প্রয়োজন হয়না অথচ সেই যন্ত্র গ্রামের কৃষি নির্ভরশীল মানুষের সরাসরি কাজে লাগতে পারে। তিনি তৈরি করলেন এমন কিছু যন্ত্র যা হয় বাজারে পাওয়া যায় না বা পাওয়া গেলেও যার দাম আকাশচুম্বী।

চাষবাসের যন্ত্র

না, সস্তায় বাজিমাত করার কোন ইচ্ছেই মনোজ বাবুর ছিলনা। তাই প্রতিটি যন্ত্রই অত্যন্ত যত্নসহকারে শিক্ষিত কারিগরদের হাত দিয়ে বানানো যা অত্যন্ত কম খরচে গ্রামের সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। খেয়াল রাখা হয় যাতে প্রতিটি যন্ত্রই বিদ্যুতের সাহায্য ছাড়া যান্ত্রিক ভাবে ও চালানো যায় যাতে প্রত্যন্ত গ্রামেও এই যন্ত্রগুলি ব্যবহারে কোন সমস্যা না হয়। ঠিক কতটা কম খরচে পাওয়া যায় এই যন্ত্রগুলো, মনোজ বাবু জানালেন মুড়ি তৈরির মেশিন বাজারে যেখানে লাখ দেড়েক টাকার কমে পাওয়া যায় না, সেখানে তিনি মোটর লাগানো মুড়ির যন্ত্র বানাচ্ছেন ৩১০০০ টাকায় এবং হাতে চালানো মুড়ি বানানোর মেশিন মাত্র ১৭০০০ টাকা।

এই মুহূর্তে দাঁড়িয়ে মনোজ বাবুর কারখানায় তৈরি ধান ঝাড়াই কল, জমিতে জল দেওয়ার ট্রেডেল পাম্প, আগাছা দূর করার যন্ত্র বা কোনো উইডার, গরুর গাড়ির লোহার চাকা, সার বা কীটনাশক স্প্রেয়ার, সীড ড্রিল, বাদামের খোসা ছাড়াবার যন্ত্র এবং জমি চষার পাডলার বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে।

একই সাথে মনোজ বাবুর কারখানায় তৈরি হচ্ছে বিদ্যুৎ ছাড়া শালপাতার থালা বাটি বানানোর যন্ত্র, সাবাই দড়ি তৈরীর যন্ত্র এবং ধোঁয়াহীন মুড়ি তৈরির মেশিন। শুধু তাই নয়, গ্রাম্য জীবন যাত্রার সাথে জড়িত যেকোনো কাজের জন্য যদি নতুন কোন যন্ত্রের প্রয়োজন হয়, মনোজ বাবু আপ্রাণ চেষ্টা করেন একেবারে নতুন কোন যন্ত্র বানিয়ে দিতে। সম্প্রতি মনোজ বাবুর বানানো দূষণ বিহীন রকেট স্টোভ কলকাতার বিভিন্ন বস্তিতে ছড়িয়ে পড়েছে।

এই মুহূর্তে যদিও মনোজ বাবুর কারখানার অন্য কোন শাখা নেই কিন্তু অবশ্যই যদি কোন আগ্রহী ব্যক্তি এগিয়ে আসেন তাহলে তারা সরাসরি মনোজ বাবু সাথে যোগাযোগ করতে পারেন যাতে প্রত্যন্ত গ্রামেও মনোজ বাবুর যন্ত্র ছড়িয়ে পড়ে।

কৃষিক্ষেত্রে যখন বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন যন্ত্রের একাধিপত্য বিস্তার করছে তখন আইআইটির প্রাক্তনী মনোজ বাবুর কারখানা স্বপ্ন দেখাচ্ছে গ্রাম্য জীবনযাত্রাকে সুস্থ করার তাগিদে অল্প খরচায় কাজের যন্ত্র বানানো। নিচে মনোজ বাবুর কারখানার ঠিকানা ফোন নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া রইল। সাথে দেখে নিতে পারেন ইউটিউব ভিডিও গুলিও

Manoj Kr. Bhattacharyya

M.D., Premier Magnetos

Visit:   www.premiermagnetos.net 

Email: premag84@yahoo.co.in

Call: 9434205116

Leave a Comment