টুলকিট

জঙ্গলে আগুন – পরিবেশকর্মীদের জন্যে টুলবক্স

জঙ্গলে আগুন - পরিবেশকর্মীদের জন্যে টুলবক্স

যারা পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন তাদের কাছে কাজের উপযোগী তথ্য পৌঁছাবার উদ্দেশে সবুজ পৃথিবী এই নতুন উদ্যোগ। এখানে আমরা আলোচনা করব বেশ কিছু সম্পূর্ণ বিনামুল্যে থাকা তথ্যের ভাণ্ডারের সম্পর্কে যা বৈজ্ঞানিকরা সাধারন মানুষের হিতার্থে প্রকাশ করেছেন। আমরা কথা বলব এমন কিছু পদ্ধতি, টুল এবং ওয়েবসাইট নিয়ে যা প্রকৃতিকে বাঁচাতে আপনাদের সহযোগিতা করবে। 

চারিদিক থেকে বন্ধুরা খবর পাঠাচ্ছিল জঙ্গলে আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলছে দক্ষিনবঙ্গের অনেক গুলি জঙ্গল। সাথে ওড়িশাতেও শুরু হয়েছে। জঙ্গলে আগুন লাগা এবং জঙ্গল ধ্বংসের সম্পর্কে আজ আমরা বিভিন্ন বৈজ্ঞানিক টুল নিয়ে আলোচনা করব। তা থেকে আপনি কি কি দেখতে পারেন এবং কিভাবে আপনি আপনার সংলগ্ন অঞ্চলে প্রকৃতিকে বাঁচাতে পারেন তা নিয়ে আজকের এই পর্ব। এই তথ্য নিয়ে আপনারা বন দপ্তরের সাথে সরাসরি যোগাযোগও করে নিতে পারেন যাতে বিশেষ বিশেষ অঞ্চলে নিয়মিত খোঁজ নেওয়া যায়। 

বিভিন্ন কৃত্রিম উপগ্রহ আকাশ থেকে জঙ্গলের ওপরে নজর রাখে। এরা মুলত আগুন এবং আগুনের ফলে হওয়া উষ্ণতার পরিবর্তন মেপে অঙ্ক ক কষে আগুনের উপস্থিতি জানান দেয়। আমরা দেখে নি কোন কোন ওয়েবসাইটে কি কি তথ্য এই সম্পর্কে আমরা পেতে পারি।  

জঙ্গলে আগুন বাড়ছে কমছে বা ট্রেন্ড কি রকম জানার জন্যে ক্লিক করুন নিচের ওয়েবসাইটটিতে – http://www.globalfiredata.org/analysis.html

প্রথমে লিঙ্কটিতে ক্লিক করে ডান দিকে গিয়ে এমিসন এস্টিমেট এবং অ্যাভারেজ বার্ন এরিয়া বক্স দুটির টিক মার্ক সরিয়ে দিন (আন চেক করুন)। এবারে সবুজ গোল করা অংক দুটির যেকোনো একটিকে ক্লিক করলে আপনি জায়গা সিলেক্ট করতে পারবেন। যদি চৌকো জায়গা সিলেক্ট করতে চান তাহলে স্কোয়ারটি কে সিলেক্ট করুন এবং কার্সারটিকে ম্যাপের উপর নিয়ে গিয়ে রাইট ক্লিক করে একটি পছন্দের অঞ্চল এঁকে নিন। যেরকম আমরা স্কোয়ার টি সিলেক্ট করে বাঁকুড়ার সোনামুখী অঞ্চলের জঙ্গল টি কে চিহ্নিত করেছি এবং তার নামকরণ করেছি। অবশ্য আপনারা উপরে লোকেশন দিয়েও সার্চ করতে পারেন। অঞ্চলটি চিহ্নিত হয়ে গেলে বাঁদিকে অ্যাড এ চার্ট এ ক্লিক করুন (সবুজ তীর চিহ্ন)। এইবারে এরিয়াতে আপনি আপনার পছন্দসই যে এরিয়া টি দিয়েছেন তা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন। ঠিক তারপরের অপশনটা ডেটা সোর্স এ গিয়ে ফায়ার কাউন্ট সিলেক্ট করুন। আপনার পছন্দসই বছর এবং মাস সিলেক্ট করুন। টাইমস্কেল এগিয়ে মান্থলি বা ডেইলি বা অ্যানুয়াল আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করুন। এইবারে ক্রিয়েট চ্যাট করলে ওই অঞ্চলের ওপরে আগুনের তথ্যগুলি ফুটে আসবে। 

যেমন দেখুন আমরা বাৎসরিক আগুনের হিসেবে দেখতে পাচ্ছি এই অঞ্চলে ২০১৩ সালের পর থেকে আস্তে আস্তে হলেও আগুনের পরিমাণ বেড়েছে। এবং এই অঞ্চলে সবথেকে বেশি আগুন লাগে মার্চ এপ্রিল মাসেই। 

এখন কোথায় কোথায় আগুন লেগেছে এই তথ্য জানতে আপনি ক্লিক করুন নিচের ওয়েবসাইটটিতে। 

https://firms2.modaps.eosdis.nasa.gov/map/#d:2021-03-04;@95.7,11.3,3z

এই ওয়েবসাইটটিতে গিয়ে জুম করলেই আপনি আপনার কাঙ্খিত জায়গায় আজকে এবং গতকালকে কোথায় কোথায় আগুন লেগেছে তা দেখতে পাবেন। দেখার সুবিধার জন্য ব্যাকগ্রাউন্ড এ গিয়ে ম্যাপ টিকে স্ট্রীট করে দিতে পারেন তাতে দেখতে সুবিধা হবে (সবুজ তীরচিহ্ন)। এই ওয়েবসাইটটি থেকেও আপনি পূর্বের আগুন লাগার তথ্যাবলী ডাউনলোড করতে পারেন। কিন্তু সবুজ পৃথিবী সাজেস্ট করবে এই ওয়েবসাইটটিকে যতটা সম্ভব রিসেন্ট তথ্য জানতে ব্যবহার করুন।

যদি এই তথ্য আপনি আরও ভালভাবে দেখতে চান তাহলে নিচের ওয়েবসাইটটি থেকে গত ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা এবং সাতদিনের আগুনের তথ্য গুগল আর্থ kml ফাইল ডাউনলোড করুন। ভারতের জন্য সাউথ এশিয়ার ফাইলটি ডাউনলোড করুন। বিনামূল্যে গুগল আর্থ প্রো এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন (https://www.google.com/earth/versions/#earth-pro)। এবং সেখানে ফাইলে গিয়ে ওপেন বাটনটি ক্লিক করে এই কেএমএল ফাইলটি খুললেই আপনি আগুন লাগার জায়গা গুলি কে দেখতে পারবেন। 

https://firms.modaps.eosdis.nasa.gov/active_fire/#firms-shapefile

পরিশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলার আছে। এই ওয়েবসাইটগুলি মূলত MODIS এবং VIIRS এই দুই যন্ত্রের ডাটা ব্যবহার করে। যে স্যাটেলাইট এই যন্ত্র গুলিকে বহন করে তারা কিন্তু সারা পৃথিবীর উপরেও তথ্য সংগ্রহ করে। কাজেই এই তথ্য দিন এবং রাতের বিশেষ সময়ে পাওয়া যায়। খুব ছোট আগুন যদি লাগে সে ক্ষেত্রে স্যাটেলাইট ডেটা থেকে ধরা মুশকিল। যেকোন আগুনই ধরতে পারে এই স্যাটেলাইট গুলি, কাজেই মাঠের আগুনও ধরা সম্ভব। এই দুটি জিনিস মাথায় রাখলে ভবিষ্যতে এই নিয়ে কথা বলতে আপনাদের সুবিধা হবে।

শেষ কথা হিসেবে বলি, ওয়ার্ল্ড রিসোর্স ইন্সিটিউট এর ফরেস্ট ওয়াচার অ্যাপটি ইন্সটল করে দেখতে পারেন। এটির সাহায্যে অ্যালারট ক্রিয়েট করা যায়, যা অনেকটা সুবিধা করে দিতে পারে। অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে – https://play.google.com/store/apps/details?id=com.forestwatcher

1 Comment

  • সম্প্রতি ওড়িশার সিমলিপাল এর কাছে দেবকুন্ড নামক একটা জায়গায় গিয়েছিলাম।বনকর্মীরা গাছ চিহ্নিত করছেন,পাশেই আদিবাসী মহিলারা পাতা জড়ো করে আগুন ধরিয়েছে।ব‍্যাপারটা কি বুঝলাম না।

Leave a Comment