নানা, মাথা খারাপ হয় নি! এদের মধ্যে একটা মিল আছে। এবং জলবায়ু পরিবর্তনের ইতিহাসে এই মিলটি ভীষণ গুরুত্বপূর্ণ। ১৯৫৮ সাল, আমেরিকার মিসিগানে জন্ম নিলেন এমন এক বিদুষী যিনি ভবিষ্যতে বিশ্বসঙ্গীতের ধারা সম্পূর্ণ পাল্টে দেবে। এই বছরই টোকিও এশিয়ান গেমসে সোনা জিতছেন মিলখা সিং। আর সেই সময়ই বিজ্ঞানী চার্লস কিলিং সমস্ত মহাদেশ থেকে বহু দূরে, প্যাসিফিক ওসেন বা প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি হাওয়াই দ্বীপপুঞ্জে তৈরি করবেন এক গবেষনাগার যা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের গতিরুপ বোঝাবার এক প্রামাণ্য দলিল হয়ে যাবে।
গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসের পরিমান যে দিন কে দিন বাতাসে বেড়েই চলেছে তা বোঝাবার জন্য একটি গ্রাফ ব্যাবহার করা হয়। এই গ্রাফটি বিজ্ঞানী চার্লস কিলিং এর নামে; “কিলিং কার্ভ”। ১৯৫৮ থেকে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান প্রতিনিয়ত মেপে চলছে হাওয়াই দ্বীপপুঞ্জের মোনা লোয়া অবসারভেটরি। এবং সেই ডেটার গ্রাফ জলবায়ু পরিবর্তনের পোস্টার বয়!
কেন মোনা লোয়া? কেন এই জায়গার কার্বন ডাই অক্সাইডের তথ্য বিজ্ঞানীদের কাছে শেষ কথা!। প্রথমত আমার বাড়ির ছাদে কার্বন ডাই অক্সাইডের পরিমান মাপা হলে দেখা যেত, কোন এক বিকেলে হু হু করে বেড়ে যাচ্ছে, কি হয়েছে? না, আমার মা নিচে উনুন ধরিয়ে বেগুন পোড়াচ্ছে। বা হয়ত পাসের পাড়ায় আগুন পোহাচ্ছে কিছু লোক, কিংবা একটু দুরের তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া চলে এল। মোদ্দা কথা হল, মাপা হবে যে জায়গায় সেখানের নিজস্ব যেন কোন কার্বন ডাই অক্সাইডের উৎস না থাকে। গভীর জঙ্গলে আগুন লাগতে পারে, শহরে তো গাড়ি ঘোড়া কলকারখানা তাই মাথা খাটিয়ে কিলিং এমন জায়গায় কার্বন ডাই অক্সাইডের পরিমাপক যন্ত্র বসালেন যেখানে দুহাজার কিলোমিটারের মধ্যে কোন মহাদেশীয় ভূখণ্ড নেই। সমুদ্রতল থেকে তিন কিলোমিটার উচ্ছতায় মোনা লোয়া পাহাড়ের (যা আবার একটি সুপ্ত আগ্নেয়গিরিও বটে) ঢালে এই অবসারভেটরি একটানা কার্বন ডাই অক্সাইডের পরিমান মেপে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, লকডাউনে মোনা লোয়ার কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির গতি কমেনি। বিজ্ঞানীরা বলছেন বর্তমান কার্বন ডাই অক্সাইড উৎপাদনের ৩০ শতাংশ যদি এক বছরের জন্যে কমে তবেই হয়ত পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের পরিমানের বৃদ্ধি সামান্য হলেও কমবে। কাজেই পথ অনেক বাকি বন্ধুরা।
এক ক্লিক করে দেখে দিন আজকের দিনে পৃথিবীর গড় কার্বন ডাই অক্সাইডের পরিমান।