সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে বা পৃথিবী আসলে চ্যাপ্টা এরকম মতবাদে বিশ্বাস করা মানুষের সংখ্যা নেহাত কম না। আমেরিকাতে এই মতে বিশ্বাসী মানুষদের রীতিমত সংগঠন আছে। এদের কাছে বেশ কিছু বিশ্বাস করার পেছনে বেশ কিছু যুক্তিও আছে যা অবশ্য একটু তলিয়ে ভাবলে ধোপে টেকে না। তেমনই এরকম মানুষও আছেন যারা কিনা বিশ্বাসী করেন না যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের একদা প্রেসিডেন্টও আছেন যিনি মনে করেন এসবই আসলে চিনের ষড়যন্ত্র। দুই কিস্তিতে শেষ হওয়া এই লেখায় আমরা একে একে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আসা মতামত গুলিকে খন্দন করব।
জলবায়ু পরিবর্তনের বিপক্ষ যুক্তি ১ঃ জলবায়ু পরিবর্তন আগেও হয়েছে। এটা একটা চক্রের মত, হয় আবার চলেও যায়।
হ্যাঁ হয়েছে তো। অতীতের জলবায়ু পরীক্ষা করে দেখা গেছে যে যে সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়েছে সেই সেই সময় তাপমাত্রাও বেড়েছে। এবং যে যে সময় খুব অল্প সময়ের মধ্যে গ্রিন হাউস গ্যাস অতীতে বেড়েছে সেই সেই সময়ের পরেই মাস এক্সটিনসান হয়েছে জীবকুলের। অর্থাৎ পারমিয়ান, ট্রায়াসিক এবং মিড ক্যাম্ব্রিয়ান যুগে হওয়া ৯০-৯৫% জীব কুলের মৃত্যুর কারন এই গ্রিনহাউস গ্যসের অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে হওয়া প্রাকিতিক বিপর্যয়।
জলবায়ু পরিবর্তনের বিপক্ষ যুক্তি ২ঃ আরে গরম হচ্ছে তো ভালোই! এতে ঠাণ্ডাতে লোক কম মরবে, চাষ আবাদের জমি বাড়বে।
আজ্ঞে না! গরম হচ্ছে বলে খরা এবং সাইক্লোন বাড়ছে, বৃষ্টির স্বভাব পরিবর্তন হচ্ছে, হিট স্ট্রোকে মানুষ মরছে, সমুদ্র অ্যাসিডিক হয়ে যাচ্ছে, সমুদ্রতলের উচ্চতা বাড়ায় জমি হারাচ্ছে উপকুলে। দাঁড়িপাল্লায় হিসেব করলে মোটেও সমান না।
জলবায়ু পরিবর্তনের বিপক্ষ যুক্তি ৩ঃ ওসব আবহাওয়া দপ্তরের তাপমাত্রার ডেটাই ঠিক না, ওরা এসি মেসিনের সামনে থার্মোমিটার বসিয়ে রাখে!!
আচ্ছা, সেই ডেটা যদি না মানো তাহলেও সমুদ্রের ওপর তাপমাত্রার ডেটা আছে, ৫০ বছরের বেশি বেলুনে করে মাটি থেকে আকাশের তাপমাত্রা মাপার ডেটা আছে, অন্তত গোটা ৪০ স্যাটেলাইটের দীর্ঘদিনের ডেটা আছে, বরফের ভেতরের বায়ুর বুদবুদের তাপমাত্রার ডেটা আছে, এমনকি মাটির তলার তাপমাত্রার ও অতীত থেকে বর্তমান অব্দি ডেটা আছে। সবাই ভুল নাকি? তাছাড়া, আবহাওয়া দপ্তরের ডেটা নিয়ে তোমাদের থেকে অনেক বেশি কাঁটাছেঁড়া করে বিজ্ঞানীরা দেখিয়েছেন পৃথিবীর তাপমাত্রা কিন্তু বাড়ছে।