একটা ঘর কল্পনা করুন, ধরে নিন ১০ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট প্রস্থ এবং ১০ ফুট উচ্চতা। এবার আরেকটা ঘর ভাবুন যার দৈর্ঘ্য এবং প্রস্থ ১০ ফুট কিন্তু উচ্চতা ২ ফুট। এবার দুটো ঘরেই আপনি একটা করে ধুপকাঠি জ্বাললেন। ধোঁয়া হবে। কিন্তু ২ ফুট উচ্চতার যে ঘর তাতে ধোঁয়ার ঘনত্ব বেশি হবে, আপনি বেশি ধোঁয়া দেখতে পাবেন। সূর্যের তাপে মাটি গরম হয়ে বাতাসকে ওপরে তুলে দেয় এবং তার সাথে বায়ু দূষক পদার্থ গুলিকেও ওপরের দিকে তুলে দেয়।
গরম কালে তাপ বেশি তাই বায়ু দূষক পদার্থ গুলি বেশি ওপরে ওঠে এবং শীত কালে কম ওপরে ওঠে। শীত এবং গ্রীষ্ম হল, ওই ২ ফুট এবং ১০ ফুটের ঘর। ধুপ আপনি দুই ঘরেই এক জ্বালিয়েছেন কিন্তু ঘরের উচ্চতার জন্যে ছোট ঘর বেশি দুষিত হবে। অর্থাৎ এমিসান এক থাকলেও শীত কালে বেশি বায়ু দূষণ হয় গ্রীষ্মের থেকে। এর সাথে আরও দুটো জিনিষ যোগ করুন, এক হল শীত কালে হাওয়া কম, ফলে দুষিত কণা এবং গ্যাস ছড়িয়ে পড়তে পারে না, এবং দুই শীত কালে অতিরিক্ত দূষণ যোগ হয়, যেমন পাঞ্জাব হরিয়ানা জুড়ে নাড়া পোড়ান, এবং ঠাণ্ডা থেকে বাঁচতে আগুন জ্বালানো। ফলে শীত কাল হল, ২ ফুটের ঘরে ২ টো ধুপ কাঠি জ্বালানো এবং গ্রীষ্ম কাল হল ১০ ফুটের ঘরে একটা ধুপ কাঠি জ্বালানো।
প্রচ্ছদের ছবি : Downtoearth