টুকিটাকি

ভালোর ওজোন, খারাপের ওজোন

ভালোর ওজোন, খারাপের ওজোন

ওজোন এই গ্যাসটির কথা বললেই প্রথমে যেটা ভেসে আসে তা হল ছোট বেলায় পড়া একটি তথ্য। সমগ্র জীবজগতকে অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে ওজোন। তাহলে এর আবার খারাপ কি হতে পারে? পারে, ওজোন পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে এবং স্থল স্তরে উভয়ই ঘটে। ওজোনটি কোথায় পাওয়া যায় তার উপর নির্ভর করে ভাল বা খারাপ হতে পারে। স্ট্রেটোস্ফেরিক ওজোনকে ভাল ওজোন বলা হয়,যা প্রাকৃতিক ভাবে উপরের বায়ুমণ্ডলে একটি প্রতিরক্ষামূলক স্তর গঠন করে আমাদেরকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে।

ছবি  indiatoday

মাটির কাছাকাছির স্তরের ওজোন হ’ল ক্ষতিকারক বায়ু দূষণকারী গ্যাস, কারণ এটি মানুষ এবং পরিবেশের সাংঘাতিক ক্ষতি করে থাকে। বাতাসে অতিরিক্ত পরিমান ওজোন প্রশ্বাসের মাধ্যমে ফুস্ফুসে গেলে, শ্বাস প্রশ্বাসের কষ্ট, বুকের ব্যথা, কাশি, গলা জ্বালা এবং প্রদাহ সহ বিভিন্ন সমস্যাগুলি হয়। এটি ফুসফুসের কার্যকারিতা হ্রাস করতে এবং ফুসফুস টিস্যুর ক্ষতি করে। মাটিতে সৃষ্টি হওয়া ওজোন, বিভিন্ন গ্যাস এবং ধূলিকণার সাথে মিশে ধোঁয়াশা বা স্মগ তৈরি করে। ধোঁয়াশার মধ্যে বেশীক্ষণ থাকলে মৃত্যুও হতে পারে।

ওজোন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটিতে সরাসরি বাধার সৃষ্টি করে এবং গাছের বৃদ্ধির হার কমিয়ে দেয়। বাতাসে ওজোনের পরিমান বেশি হলে সেই অঞ্চলে গাছে পোকা এবং অন্যান্য জীবাণুর আক্রমন বেশি হয়। অতি সম্প্রতি একটি গবেষণাপত্রে জানা গেছে বাতাসে ওজোন এবং অন্যান্য ক্ষতিকর বায়ুদূষণকারী পদার্থের উপস্থিতির কারনে ফসলের উৎপাদন ৩০% অব্দি কমে যেতে পারে। 

মাটির কাছাকাছি ওজোন সরাসরি তৈরি হয় না। এটি দুই ক্ষতিকারক গ্যাসীয় পদার্থের মধ্যে বিক্রিয়ার ফলে বাতাসে তৈরি হয়। নাইট্রোজেনের অক্সাইড এবং উদ্বায়ী জৈব যৌগগুলির (ভি.ও.সি) মধ্যে সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে গঠিত হয়। তাহলে এই দুই গ্যাস কোথা থেকে আসে? বিজ্ঞানীরা বলছেন, গাড়ি, বিদ্যুৎকেন্দ্র, শিল্প, বয়লার, শোধনাগার, রাসায়নিক কারখানা ইত্যাদি হল এই দুই গ্যাসের উৎস। দিনের বেলা সূর্যের আলো বাড়ার সাথে সাথে বাতাসে ওজোনের উপস্থিতি বাড়তে থাকে এবং দুপুর বেলা তা সর্বাধিক পরিমান থাকে। বেলা কমার সাথে সাথে ওজোনের পরিমান কমতে থাকে। আপনার বাড়ির আশেপাশে ওজোনের পরিমান কত? মেপে নিন নিজেই। ক্লিক করুন এই লিঙ্কে।

Leave a Comment