টুকিটাকি

কতটা এসি ব্যবহারে দামড়া শহরের তাপমাত্রা বাড়বে

গরমটা আরও বেড়ে যাবে, আদ্রতা ও বেড়ে যাবে। শহরে কংক্রিটের পরিমান বাড়বে, যত বাড়বে তত পারিপার্শ্বিকের থেকে গরম হবে শহর গুলি। শহরের মধ্যেই বিভিন্ন পকেটে কোথাও বেশি কোথাও কম। শহর গুলি আসলে একটা দ্বীপের মত যেখানে তাপমাত্রা অন্য আশেপাশের থেকে বেশ খানিকটা বেশি।

ঘরে এসি থাকলে বেশি ভালো ঠাণ্ডা লাগে, একটু বেশি ইলেক্ট্রিক খরচা হয় বটে, সে তো আমাদের গায়ে লাগে না, কি বলুন। একটু বেশি গ্রিন হাউস গ্যাস বেরোয়, কিন্তু সেসবের তো প্রভাব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কিন্তু যদি বলি আপনার প্রতিবেশীর এসি আপনার ঘরের তাপমাত্রা বাড়াচ্ছে। তাহলে একটু নড়ে চড়ে বসবেন তো?

ফ্রান্সের বিজ্ঞানীরা দেখিয়েছেন প্যারিসের মত শহরে যদি তাপ প্রবাহে লোক জন হুলিয়ে এসি ব্যবহার করা শুরু করে তাহলে গোটা পাড়ার এবং রাস্তার তাপমাত্রা ২ ডিগ্রি অব্দি বাড়তে পারে। এবার কল্পনা করুন কলকাতা, বা দুর্গাপুর বা শিলিগুড়ি বা ঢাকার মত শহর, যেখানে গিজগিজ করছে ফ্ল্যাট, একসাথে আছে অফিস, থেকে শুরু করে রেস্তোরাঁ। সবাই গুছিয়ে এসি চালাচ্ছে, আর তাপমাত্রা বাড়ছে, সেটা থেকে বাঁচার জন্যে আরও মানুষ এসি চালাচ্ছে।

তাহলে – গরম করছে কারা – এসি চালাচ্ছে যারা
ভুগছে কারা – এসি নেই যাদের

না, এতটা সরলীকরণ করবো না, জলবায়ু পরিবর্তনের প্রত্যেকটি জিনিষ ভীষণ জটিল এবং একে ওপরের ওপর নির্ভরশীল এমন ভাবে যে এতো সরলীকরণ করা উচিত না। কাল লিখব আমরা আরেকটু বিশদে। ওহো, গবেষণাটির লিঙ্ক কমেন্টে, একটু জটিল, আমরা অতি সরলীকরণ করেই বললাম। কিন্তু এটা ঠিক – শুধু সানি নয়, এসি ও কিন্তু পাড়াকে গরম করে দিতে পারে।

Leave a Comment