২০৭০ সালের মধ্যে সারা পৃথিবীর ১৯ শতাংস জায়গা এতটাই উষ্ণ হয়ে উঠবে যেখানে থাকা যাবেনা। ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল, আফ্রিকা ভিয়েতনাম কম্বোডিয়া-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ অঞ্চল, অস্ট্রেলিয়া এবং লাতিন আমেরিকার বিশাল অঞ্চলে উষ্ণতার কারণে মানুষ তার বসতি অন্য জায়গায় নিয়ে যেতে বাধ্য হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বাংলাদেশ এবং ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলেগুলি থেকে ইতিমধ্যেই বিশাল সংখ্যক মানুষ পাড়ি জমাচ্ছেন অন্য জায়গায়। তারা তাদের ঘরবাড়ি জীবন-জীবিকা ছেড়ে দিয়ে বাধ্য হচ্ছেন অনিশ্চয়তার পথে পাড়ি জমাতে। বলা হচ্ছে দি গ্রেট মাইগ্রেশন নাকি শুরু হয়ে গিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এখনো অব্দি মূল প্রভাব উপকূলবর্তী অঞ্চল গুলিতে সবথেকে বেশি। এর কারণ উপকূলবর্তী অঞ্চলগুলির বাস্তু তন্ত্র অত্যন্ত সেনসিটিভ, পরিবেশের খুব অল্প পরিবর্তন হলেই সেই বাস্তুতন্ত্র হুড়মুড় করে ভেঙে পড়ে। তবে শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলে গুলিতেই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে হিমালয়ে, প্রভাব বাড়ছে মরু অঞ্চলে। প্রবল গ্রীষ্মকাল, বৃষ্টিপাতের অনিশ্চয়তা, সাইক্লোনের সতর্কতা এগুলি যেন আমাদের জীবনে আস্তে-আস্তে দৈনন্দিন হয়ে পড়ছে। আর এইসব সেনসিটিভ অঞ্চল থেকে আস্তে আস্তে মানুষ শহরে চলে আসছে। বাড়ছে তৃতীয় বিশ্বে সস্তা শ্রমিকের সংখ্যা। সংখ্যা বাড়ার সাথে সাথে মজুরিও কমছে। এইসব নিয়েই জলবায়ু পরিবর্তন কমিক্সের তৃতীয় পর্বে অর্ঘ্য মান্না এবং সোমদত্তা কারক এক কঠোর নিষ্ঠুর বাস্তবের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা কৃতজ্ঞ তাদের কাছে, সিসিএমবি হায়দ্রাবাদের কাছে যে তারা অনুমতি দিয়েছেন এই অসাধারণ কমিকস গুলি কে বাংলায় অনুবাদ করার। ক্লাইমেট চেঞ্জ কমিক্সের তৃতীয় পর্বে বিষয় জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের সবথেকে বড় দেশান্তরী হওয়ার ঘটনা।
এই গল্পটির PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।