অর্ঘ্য মান্না একজন শখের কার্টুনিস্ট, বর্তমানে ভারতেই আছেন। উনি ” Drawing History of Science ” নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালান যেখানে বিজ্ঞান, ইতিহাস এবং কার্টুন, নিজের তিনটে শখকেই একসাথে উনি মেলাতে পারেন।
সোমদত্তা কারক হায়দরাবাদ-এর সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি-র (CCMB) গণমাধ্যমে প্রচার বা পাবলিক আউটরীচ-এর দায়িত্ত্বে রয়েছেন। উনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণাকে জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেন।
জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা লেখালেখি করছি বেশ কিছু সময় হল। আজকে এই প্রতিবেদনের মূল বক্তব্য কিছু নেই। বিজ্ঞানে মানুষের আগ্রহ সৃষ্টি করতে বিভিন্ন রকমের উপায় নেওয়ার চেষ্টা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যেরকম মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কার্বন ক্লক যা আমাদের ওয়েবসাইটের শুরুতেই দেখতে পাওয়া যায়, বা বিভিন্ন দেমনস্ট্রেশন এর মাধ্যমে মানুষকে সচেতন করা, অথবা সম্প্রতি গ্রাফিক্স এর মাধ্যমে মানুষের আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। একটি শহরের বিভিন্ন অঞ্চল জুড়ে পোস্টার ছড়ানো হয়েছিল যাতে লেখা ছিল এই অঞ্চলটি সমুদ্রের তলায় চলে যাবে খুব শীগ্রই। এরকম বেশকিছু প্রচেষ্টা করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কিন্তু সম্ভবত কমিকস এই মাধ্যমটি কে ব্যবহার করে জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এই প্রচেষ্টা বোধ হয় ভারতে আগে কখনো হয়নি। অর্ঘ্য মান্না এবং সোমদত্তা কারক হায়দ্রাবাদের সিসিএমবি নামের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সাথে মিলিতভাবে দুই হাজার কুড়ি সালে ক্লাইমেট চেঞ্জ চ্যালেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে অসাধারণ চারটি কমিকস প্রকাশিত করেন।
প্রথম কমিকসটির বঙ্গানুবাদ করেন আব্দুল গফুর এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং তা প্রকাশিত হয় bigyan.org.in এই ওয়েবসাইটে। সবুজ পৃথিবী কৃতজ্ঞ, bigyan.org.in এর প্রকাশকদের কাছে যারা আনন্দের সাথে আমাদের অনুমতি দিয়েছেন এই কমিকসটিকে আমাদের ওয়েবসাইটে সংযোজন করার জন্য। দয়া করে নিচের পিডিএফ টি ডাউনলোড করুন এবং ছড়িয়ে দিন এই বার্তা – “জলবায়ু পরিবর্তন হচ্ছে, এবং তার একমাত্র কারণ মানুষের কর্মকাণ্ড। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে সাংঘাতিক বিপদের মুখে ফেলবে এই জলবায়ু পরিবর্তন।” নির্দ্বিধায় শেয়ার করুন, নির্দ্বিধায় বাচ্চাদের ডাউনলোড করে দিন, সবাইকে পড়ান, এই টুকুই অনুরোধ।
সবুজ পৃথিবী তরফে সন্দীপ আর অরিন্দম
এই গল্পটির PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
অর্ঘ্য মান্নার আরও কাজ দেখতে হলে ক্লিক করুন drawinghistoryofscience.wordpress.com এই লিঙ্কে ।
মুল পোষ্টটি পড়তে ক্লিক করুন এখানে এবং এখানে
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তন কমিকস: পর্ব ২