প্রথমত, ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে হতে চলা আন্তর্জাতিক সম্মেলনে গোটা বিশ্বের প্রায় সমস্ত দেশের নেতারা অংশগ্রহণ করবেন। ২০১৫ সালের প্যারিস এগ্রিমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পৃথিবীর তাপমাত্রা কিছুতেই জানো প্রাক শিল্প বিপ্লবের তুলনায় ২ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না হয়। সেই লক্ষ্যমাত্রাকে আরো একধাপ নামিয়ে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির লক্ষ্যমাত্রাকে ১.৫ ডিগ্রী সেন্টিগ্রেডে সীমাবদ্ধ রাখা হবে। এরকমই শপথ নিতে চলেছেন রাষ্ট্রনেতারা বলে বিশেষজ্ঞদের ধারণা।
দ্বিতীয়ত, পৃথিবীর বিভিন্ন দেশ কার্বন-ডাই-অক্সাইড কমাবার লক্ষ্যমাত্রা স্থির করছে। এই তালিকায় নতুন অন্তর্ভুক্তি চীন যারা ২০৬০ সালের মধ্যে কার্বন নিউট্রাল হবে বলে দাবি করেছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরে আমেরিকার কার্বন নিউট্রাল হওয়ার ঘোষণা সময়ের অপেক্ষা মাত্র।
তৃতীয়ত, সোলার বা উইন্ডমিল এর মত পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারী ব্যবস্থার দাম অত্যন্ত সস্তা হয়ে যাচ্ছে। সোলার প্যানেল, ব্যাটারি, মাইক্রো টারবাইন বা উইন্ডমিল এর দাম হু হু করে কমে যাওয়ার ফলে বিশেষজ্ঞদের ধারণা ২০৫০ সালের মধ্যে পৃথিবীর অন্ততপক্ষে অর্ধেক বিদ্যুৎ আসবে রিনিউয়েবল এনার্জি থেকে।
চতুর্থত, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমাগত গড়ে ওঠা জনমতের চাপে কোম্পানী গুলির পোর্টফোলিও পরিবর্তিত হচ্ছে। বিশ্বের প্রথম সারির কোম্পানিগুলি বর্তমানে বায়ো ডাইভারসিটি, রিনিউয়েবল এনার্জি এবং অন্যান্য পরিবেশবান্ধব টেকনোলজিতে ইনভেস্ট করতে শুরু করছে।
কাজেই সব মিলিয়ে ২০২১ পরিবেশের জন্য এবং বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল হতে চলেছে।