শেষ ১০ বছরে বাংলাদেশে ২৮০০ মানুষ বজ্রপাতে মারা গেছেন। ২০২০ সালে ২৫৫ জন মারা গেছেন বাজ পড়ে। আর এই সংখ্যার ৭২ ভাগ হল চাষি। গত ৭ই জুন বাজ পড়ে শুধু পশ্চিমবঙ্গে অন্তত ২৭ জন মারা গেছেন। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ অব্দি ১০৮ জন মারা গেছেন পশ্চিমবঙ্গে। আর তার পরের মৃত্যু সংখ্যা কিছু দিন আগেই পোস্ট করেছিলাম। এর মধ্যে সিংহ ভাগ মানুষ চাষি। প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে, প্রতি বছর ১১ টি বাজ পড়ে পশ্চিমবঙ্গে যা দেশের মধ্যে সর্বাধিক। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বাজের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সরাসরি সম্পর্ক পাওয়া গেছে।
বার্ষিক বজ্রপাত রিপোর্টে দেখা যাচ্ছে, বাজ পড়ে ৯৬% মৃত্যু গ্রামে এবং মাত্র ৪% মৃত্যু শহরে হয়। আরও দেখা যাচ্ছে ৭১% মানুষের মৃত্যু হয় গাছের তলায় দাঁড়ানো অবস্থায়। ফাঁকা মাঠে দাঁড়ানো গাছ, বা চাষের কাজে ব্যবহার করা ধাতব যন্ত্র ব্যবহার – দুই অত্যন্ত বিপদজনক হতে পারে বৃষ্টির সময়।
এপ্রিলের ৭ তারিখে মেদিনীপুরের শালবনি এলাকাতে ২ জন
মে মাসের শেষে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ২ জন
মে মাসের শেষে আবার পুরুলিয়ায় ফাগুড়ি এবং কালাচান্দপুরে ২ জন
জুনের প্রথম সপ্তাহে বর্ধমানের জামালপুর এবং কালনায় ৪ জন
জুনের ৬ তারিখে হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরে ২৬ জন
জুনের ১২ তারিখে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ৪ জন
২০শে জুন মেদিনীপুরের গোয়ালতড়ের স্বামী স্ত্রী ২জন
২৬শে জুন বাঁকুড়ার রাজগ্রামে ২ জন
জুলাই মাসের শুরুতে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের ২ জন
অগাস্টের শুরুতে বাঁকুড়াতে ৩ জন
সেপ্টেম্বরের শেষ লগ্নে বাঁকুড়ার বিষ্ণুপুরে ১ জন
গতকাল মালদায় ২ জন
এই পঞ্চাশ জনের তালিকা তো সামান্য। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এরা হলেন এই বছর বজ্রপাতের শিকার। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, এরা বেশিরভাগই চাষি। মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যুর মুখে যাচ্ছেন। সোনার ফসল যারা ফলাতেন, খাবার তো দুর অস্ত উল্টে তারাই বাজ পড়ে মারা যাচ্ছেন। ডুয়ারসের চা বাগানের শ্রমিক থেকে বাঁকুড়া বর্ধমানের চাষি। শিকার হচ্ছেন ওরাই। শেষ আট বছরে বাংলাদেশে শুধুমাত্র বাজ পড়ে মারা গেছে কত জন বলুন তো – ১৮০০ জন। এদের ৯০ শতাংশ হয় চাষি নয় কৃষি শ্রমিক। ভারতে এই সংখ্যা বছরে ২০০০ ছাড়িয়েছে। বর্তমানে চাষের কাজে বিভিন্ন ধাতব যন্ত্রপাতির ব্যবহার বেশি হয়। আর এই সব যন্ত্রে বিদ্যুৎ আকর্ষিত হয়। সেই সঙ্গে ফাঁকা মাঠে কোনও উঁচু জায়গা না থাকায় মানুষের উপর বজ্রপাতের ঘটনা অনেক বেশি হচ্ছে। একেবারে গাছের তলায় আশ্রয় না নিয়ে গাছের মুল থেকে ১০ ১২ পা দূরে দাঁড়ালে গায়ে বাজ পড়ার সম্ভাবনা কমে। ২০১৫ তে প্রকাশিত যুক্তরাষ্ট্রের এক দল বৈজ্ঞানিকের অনুসন্ধান অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ার সাথে সাথে বাজের সংখ্যা বাড়বে প্রায় ১২ শতাংশ। আর মরবে কারা – ভাত যোগায় যারা।
প্রচ্ছদের ছবি : Northeast Now