খবরা খবর

যাহারা তোমার বিষাইছে বায়ুঃ তারা কিন্তু থাকবে বহাল তবিয়তে

যাহারা তোমার বিষাইছে বায়ুঃ তারা কিন্তু থাকবে বহাল তবিয়তে

খুব অপ্রিয় হলেও কথাটা সত্যি। জলবায়ু পরিবর্তনের মুল কারন কি? এক কথায় বলতে গেলে মানুষের তৈরি কলকারখানা, গাড়ি, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি থেকে নির্গত,নানাবিদ গ্রিন হাউস গ্যাস (যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি)। এই গ্যাস গুলি সব থেকে বেশি উৎপাদন করেছে বা করছে যে দেশ গুলি তারা কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে মোটেও বিশেষ ক্ষতিগ্রস্থ হবে না। উল্টে যারা গ্রিন হাউস গ্যাস বিশেষ উৎপাদন করে নি, সেই দেশ গুলিই জলবায়ু পরিবর্তনের ফলে সাংঘাতিক ক্ষতির মুখে পড়ছে। এরকমই ঘোরতর অসাম্য দেখা যাচ্ছে পৃথিবী জুড়ে আর তারই চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী।

বিশ্বের সর্বাধিক গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী ৩৬ টি দেশের মধ্যে ২০ টি এমন দেশ আছে যাদের জলবায়ু পরিবর্তনের ফলে বিন্দুমাত্র ক্ষতির সম্মুখীন হতে হয় না, আবার ১৭ টি সর্বনিম্ন গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী দেশের মধ্যে ১১ টি জলবায়ু পরিবর্তনের ফলে সাঙ্ঘাতিক ক্ষতির মুখে পড়বে। বিজ্ঞানীরা এই পূর্বাভাষও করেছেন যে যত সময় যাবে তত এই অসাম্য বাড়বে এবং ২০৩০ নাগাদ এই অসাম্য চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে। কারা থাকবে ২০৩০ এ এই অসাম্যের মধ্যে। বাংলাদেশ, নেপাল, ভূটান, আফগানিস্তান সহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলি, বেশির ভাগ আফ্রিকান দেশগুলি এবং লাতিন আমেরিকার বেশ কিছু দেশ অল্প গ্রিন হাউস গ্যাস উৎপাদন করেও জলবায়ু পরিবর্তনের ফলে বিপুল ক্ষতির মুখে পড়বে। চিন, অস্ট্রেলিয়া, আমেরিকার মত দেশগুলি প্রভুত পরিমান গ্রিন হাউস গ্যাস উৎপাদন করেও জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া ক্ষতির মুখে পড়বে না। বিজ্ঞানীদের মতে এই মুহূর্তে ভারতবর্ষে আসাম্য থাকলেও ২০৩০ এ এই অসাম্য মুছে যাবে, অর্থাৎ ভারতবর্ষ যেমন গ্রিন হাউস গ্যাস উৎপাদন করবে তেমনই জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির সম্মুখীন হবে।

যাহারা তোমার বিষাইছে বায়ুঃ তারা কিন্তু থাকবে বহাল তবিয়তে

লাল দেশ গুলিতে গ্রিন হাউস গ্যাস বেশি উৎপাদন করে কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি কম, সবুজ দেশ গুলিতে গ্রিন হাউস গ্যাস উৎপাদন কম কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি প্রবল। হলুদ গুলিতে উৎপাদন যেমন ক্ষতিও তেমন।

 

 

প্যারিস এগ্রিমেন্টে এই অসাম্যকেই তুলে ধরা হয়েছিল এবং এই আসাম্যই জলবায়ু অর্থায়ন (ফাইনান্স) সৃষ্টি করে যাতে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির সম্মুখীন হওয়া দেশ গুলিকে প্রধান গ্রিন হাউস গ্যাস উৎপাদনকারী দেশ গুলি টাকা সাহায্য করে। সেকথা পড়তে চোখ রাখুন প্রতিবেদনের পাতায়।

 

ছবি – nature.com helprefugees.org

Leave a Comment