খবরা খবর

আজকে যারা শিশু, তারাই ভুগবে বেশি

আজকে যারা শিশু, তারাই ভুগবে বেশি

১৯৬০ সালে জন্মানো একজন মানুষের তুলনায় ২০২০ সালে জন্মানো একজন মানুষ কতটা বেশি হিট ওয়েভের সম্মুখীন হবে। বিখ্যাত বৈজ্ঞানিক পত্রিকা সায়েন্সে ২০২১ সালে একটি প্রবন্ধ অনুযায়ী ১৯৬০ সালে জন্মানো একজন মানুষ তার সারা জীবনে যেখানে গড়ে ৪ টির কাছাকাছি ভয়ানক বেশি তাপমাত্রার ঘটনার সম্মুখীন হন, সেখানে ২০২০ সালে জন্মানো একজন মানুষ তার জীবনে গড়ে ১৮ থেকে ২৯ টি হিট ওয়েভের সম্মুখীন হবেন। যদি আমরা জলবায়ু পরিবর্তনের জন্যে দায়ী গ্রিন হাউস গ্যাস কমাতে চেষ্টা না করি, সেক্ষেত্রে আজকের প্রজন্ম ২৯ টির কাছাকাছি হিট ওয়েভের সম্মুখীন হবে, যদি গ্রিন হাউ গ্যাস নিঃসরণ খানিকটা কমানো যায় তাহলে ২৩ টি এবং বেশ খানিকটা কমাতে পারলে ১৮ টির কাছাকাছি হিট ওয়েভের সম্মুখীন হবে। অর্থাৎ আজকে যারা বাচ্ছা তারা বড় এবং বুড়ো প্রজন্মের কারণে সাংঘাতিক বেশি তাপমাত্রার সাথে যুঝতে হবে। 

মোটামুটি যা বোঝা যাচ্ছে, এখনই খুব বড় পদক্ষেপ না নিলে এখন জন্ম নেওয়া প্রজন্ম দ্বিগুণ বেশি বন্যা, ৩ গুন বেশি ফসল ধ্বংস, এবং ৫ গুন বেশি খরার সম্মুখীন হবে আগের প্রজন্মের থেকে। মোদ্দা কথা, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বেই পরবর্তী প্রজন্মে।

প্রচ্ছদের ছবি : all-free-download.com

Leave a Comment