খবরা খবর

গুগোল জানাচ্ছে হাওড়া আর বরিশাল এগিয়ে জলবায়ু পরিবর্তনের খোঁজে

গুগোল জানাচ্ছে হাওড়া আর বরিশাল এগিয়ে জলবায়ু পরিবর্তনের খোঁজে

আমরা সাধারন মানুষেরা কতটা ভাবি জলবায়ু পরিবর্তন নিয়ে? দেশের বিভিন্ন রাজ্য বা বিভিন্ন শহর গুলির মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তনের সম্পর্কে আগ্রহ কতটা সেটা জানার একটা সহজ উপায় আছে। সেটি হলো গুগলের ট্রেন্ড নামক পোর্টালটি। গুগোল এ প্রতিদিন সার্চ হওয়া কোটি কোটি বিষয়ের মধ্যে আপনি যদি জানতে চান কোন বিষয়টি মানুষ সব থেকে বেশি খুঁজেছে বা কতটা খুঁজেছে সেই সম্পর্কে একটা যথাযথ মূল্যায়ন করতে পারে গুগোল ট্রেন্ড।

সেই ট্রেন্ডের ডাটা এবার বলছে সে গোটা ভারতবর্ষের মধ্যে হাওড়া শহরের মানুষ শেষ এক বছরে জলবায়ু পরিবর্তন নিয়ে সবথেকে বেশি সার্চ করেছে। এই তালিকায় চতুর্থ স্থানে আছে কলকাতা। এবং একটু খেয়াল করলেই দেখা যাবে যে ভুবনেশ্বর, চেন্নাই, কোচি, কোয়েম্বাটুর, মুম্বাই, নভি-মুম্বাই এর মত উপকূলবর্তী শহরের মানুষেরা ভারতবর্ষের অন্য শহরের থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বেশি সন্ধান করেছেন। বিজ্ঞানীরা বহুদিন থেকেই এটা আশঙ্কা করছেন যে উপকূলবর্তী অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে অনেক বেশি প্রভাবিত হবে এবং গুগোল ট্রেন্ডের এই পরিসংখ্যান সেই আশঙ্কা যে উপকূলবর্তী সাধারণ মানুষের মধ্যেও রয়েছে সেটাই বুঝিয়ে দিচ্ছে। শেষ দশ বছরে জলবায়ু পরিবর্তনের ফলে ফনি আম্ফান এর মত অসংখ্য ঝড়ের সম্মুখীন হয়েছে উপকূলবর্তী অঞ্চলের মানুষেরা। এই অঞ্চল গুলির

বাঁধ ভেঙে নোনা জল ঢুকে গেছে মিষ্টি জলের জলাশয় গুলিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎ এবং স্বাস্থ্যের মত দৈনন্দিন পরিষেবাগুলি। যদিও হাওড়া কে ঠিক উপকূলবর্তী অঞ্চলে বলা যায় না তাও হাওড়া জেলাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সাংঘাতিক। বিভিন্ন সাইক্লোনে যেরকম হাওড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি বৃষ্টিপাতের তারতম্যের ফলে যখন-তখন মেঘ ভেঙে বৃষ্টি হয়ে জলে ডুবে গেছে এই শহর। উপরন্তু বেড়েছে হিট ওয়েভ এবং বায়ু দূষণের মত ঘটনা যা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে।

একই রকম পরিসংখ্যান লক্ষ্য করা গেছে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী বরিশাল এবং চিটাগং জেলা এই সার্চের সবথেকে উপরে। অর্থাৎ বরিশাল এবং চিটাগং জেলার মানুষেরা বাদবাকি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বেশি খুঁজেছেন এবং জানতে চেয়েছেন।

যদিও এই জলবায়ু পরিবর্তনের খোঁজ অন্যান্য বিষয়ে তুলনায় নগণ্য। গুগল বলছে ভারতবর্ষে জলবায়ু পরিবর্তনের তুলনায় ক্রিকেট নিয়ে সার্চ হয়েছে ৪৬ গুণেরও বেশি। অর্থাৎ ১০০ জনের মধ্যে যদি দুজন জলবায়ু পরিবর্তন নিয়ে সার্চ করে থাকেন তাহলে বাকি ৯৮ জন ক্রিকেট নিয়ে সার্চ করেছেন। কাজেই সচেতনতার দিক থেকে আমরা হয়তো অনেকটাই পিছিয়ে কিন্তু ভবিষ্যতে আশা রাখা যেতেই পারে একদিন ক্রিকেট এবং জলবায়ু পরিবর্তন দুই ভারতবর্ষের মানুষকে সমানভাবে আকৃষ্ট করবে।

Leave a Comment