খবরা খবর

২০১৯ এ বায়ুদূষণ ভারতবর্ষে কত মানুষের প্রাণ কাড়লো?

২০১৯ এ বায়ুদূষণ ভারতবর্ষে কত মানুষের প্রাণ কাড়লো


প্রতিবছরই বায়ু দূষণ সারা পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়। ২০১৯ সালে ঠিক কতজন ভারতবাসীর প্রাণ কাড়লো বায়ু দূষণ আর কত টাকার ক্ষতি হলো ভারতের অর্থনীতির তার হিসাব দিয়েছেন বিজ্ঞানীরা। বিশ্ব বিখ্যাত বৈজ্ঞানিক জার্নাল ল্যানসেটে সদ্য প্রকাশিত ফলাফলের ভিত্তিতে জানা যাচ্ছে যে ২০১৯ সালে ১৭ লক্ষ ভারতবাসীর প্রাণ গেছে শুধুমাত্র বায়ু দূষণের কারণে। ২০১৯ সালে হওয়া মৃত্যুর ১৮ ভাগ হয়েছে বায়ু দূষণের কারণে।

শুধু তাই নয় বিজ্ঞানীরা এটাও বলছেন যে এই মৃত্যুর বেশিরভাগটাই হয়েছে ঘরের বাইরের দূষণ অর্থাৎ আউটডোর পলিউশনের কারণে। ১৯৯০ সাল থেকে ২০১৯ অব্দি ঘরের ভেতরের বায়ু দূষণ অর্থাৎ ইনডোর পলিউশন প্রায় ৬৪ শতাংশ কমেছে কিন্তু ঘরের বাইরে বায়ু দূষণ বা আউটডোর পলিউশন বেড়েছে প্রায় ১১৫ শতাংশ। মৃত্যুর বেশিরভাগটাই হয়েছে ক্রনিক অবস্ট্রাক্টিভ রেসপিরেটরি ডিসঅর্ডার, স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজের কারণে।

মৃত্যুর হারের দিক থেকে অবশ্য পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের থেকে বেশ পিছিয়ে। এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে খানিকটা স্বস্তির কারণ হতে পারে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, কর্ণাটক, হিমাচল প্রদেশ ইত্যাদি রাজ্যে মৃত্যুর হার পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। বায়ু দূষণের ফলে হওয়া অসুখ এবং মৃত্যুর কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিজ্ঞানীরা গণনা করেছেন। তাদের গণনা অনুযায়ী শুধুমাত্র ২০১৯ সালে বায়ু দূষণের কারণে প্রায় 37 মিলিয়ন টাকার ক্ষতি হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭২ কোটি ৪৩ লক্ষ ৪৭ হাজার টাকা এবং যা ভারতের জিডিপির প্রায় দেড় শতাংশ।

 

আরো পড়ুন

নোলানের টেনেট জানালো ভবিষ্যতের জলবায়ুর হাল হকিকত

বায়ুদূষণ এবং একটি মৃত্যু 

জলবায়ু পরিবর্তন! দূর দূর ওসব চক্রান্ত!! পর্ব – ১

 

Leave a Comment