
জলবায়ু পরিবর্তনকে যখন পৃথিবীর অন্যতম বিপদ বলে মানা হচ্ছে তখন বাংলা ভাষায় কেন কোন ব্লগ হবে না এটা নিয়ে? শূধুমাত্র তাত্ত্বিক কচকচানি না, সবুজ পৃথিবীর উদ্দেশ্য মানুষকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষিত করা। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে স্কুল কলেজে বিশেষ পড়িনি। সিলেবাসে ছিল না। যেটুকু পড়েছি তা ওই গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউস এফেক্টে সীমাবদ্ধ। কাজেই কবি যখন বলে গেছেন যে এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি, তখন কিন্তু আমাদের এটা জানা উচিত কি করলে বাসযোগ্য হবে পৃথিবী।
কারা পড়বেন এই ব্লগ? এক কথায় যেকোন বাংলা ভাষা জানা মানুষ। জটিল বৈজ্ঞানিক তত্ত্ব আমরা এতোটাই সহজ করে লিখব যাতে গল্পের ছলে পড়ে নেওয়া যায়। প্রতিবেদনে থাকবে বিভিন্ন জলবায়ু পরিবর্তনের রিপোর্টের বঙ্গানুবা
আমাদের পার্টনার
সহকারি সম্পাদক
আমি ক্লাস নাইনের ছাত্রী সঞ্চারী রায়চৌধুরী। আমি পড়াশুনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জানতে এবং পড়তে খুব ভালোবাসি। এছাড়া আমি বিভিন্ন বিষয়ে লিখতে ভালোবাসি। আমি চাই এই পৃথিবীর মানুষকে সচেতন করতে আমার লেখার মাধ্যমে। এবং চাই একটা সুন্দর সবুজ পৃথিবী গড়ে তুলতে।
সবুজ পৃথিবীর বন্ধু
রিসার্চ স্কলার সম্রাট পাশাপাশি একজন পরিবেশ যোদ্ধাও বটে। সবুজ পৃথিবী ছাড়াও তিনি ডক্টর আম্বেদকর সোসাইটিতে তিনি জলবায়ু পরিবর্তন, কৃষি এবং দূষণ নিয়ে ভলেন্টিয়ারিং করছেন
সবুজ পৃথিবী ইন্টার্ন
আমি বকুল চন্দ্র বর্মন।কৃষি নিয়ে পড়ছি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর বাংলাদেশ’ এ। জলবায়ু পরিবর্তন নিয়ে লেখালেখি এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পছন্দ করি।
আমি পূর্ণোপমা কর্মকার। আমি পরিবেশ বিজ্ঞাণ এর একজন ছাত্রী। পরিবেশ সম্পর্কিত সব ইস্যুর মধ্যে প্লাস্টিক দূষন নিয়ে জানতে, জানাতে ও এটি নিয়ে কাজ করা আমার সব থেকে আগ্রহের বিষয়।
আমি মৃত্তিকা রায়। পদার্থ বিজ্ঞান নিয়ে বাংলাদেশের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। জলবায়ু পরিবর্তন নিয়ে জানতে এবং তা নিয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি করতে ভালো লাগে।
আমি উপাসনা আচার্য। আমি কলকাতা বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী। পরিবেশ সংক্রান্ত আইন নিয়ে পড়া এবং বর্তমান পরিস্থিতিতে তার প্রয়োগ নিয়ে মানুষের মনে সচেতনতা তৈরি করা আমার অন্যতম লক্ষ্য।
আমি দেবশ্মিতা দত্ত, আমি বারাসাত-র ব্রাইনওয়্যার ইউনিভার্সিটি-র দ্বিতীয় বর্ষের ছাত্রী । জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে জানতে আর তা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমি বিশেষ আগ্রহী ।
Hello,
I am Sanghamitra Sarkar, a doctorate in Geography. I came to know about your organization from a very close associate of mine. I have been into the field of research and teaching for the past 13 years. Currently i am based in Kolkata. It would be my great pleasure if i can be associated with your organization in some suitable capacity. please let me know if you have some opening.
Thanks and regards